প্রশ্ন
আমাদের কয়েকটি নারিকেল গাছ আছে ৷ গাছগুলো অনেক উচু উচু৷ গাছ থেকে আমরা লোক দিয়ে সাধারণত নারিকেল পাড়ায় এ শর্তে যে, এক গাছ থেকে নারিকেল পেড়ে দিলে দুটি নারিকেল দেওয়া হবে। এক্ষেত্রে শরীয়তের হুকুম কী?
উত্তর
প্রশ্নে বর্নিত সুরতে নারিকেল পাড়ানো জায়েয। তবে এক্ষেত্রে তার পাড়া নারিকেল থেকেই দুটি নারিকেল দেওয়া হবে এমন শর্ত করা যাবে না এবং কোন মানের নারিকেল দেওয়া হবে তা আগেই ঠিক করে নিতে হবে। অবশ্য তার পাড়া নারিকেল থেকে দেওয়ার শর্ত না করে পরে ঐ নারিকেল থেকেই পারিশ্রমিক দেওয়া হলে তা জায়েয হবে।
-ফাতাওয়া খানিয়া ২/৩২৯; আলমুহীতুল বুরহানী১১/৩৩৮; ফাতাওয়া তাতারখানিয়া ১৫/১১৮৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷
-ফাতাওয়া খানিয়া ২/৩২৯; আলমুহীতুল বুরহানী১১/৩৩৮; ফাতাওয়া তাতারখানিয়া ১৫/১১৮৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন