প্রশ্ন
গায়েবানা জানাযা কি জায়েজ? আমার এক বন্ধু বলেছে রাসুল সা; নাকি গায়েবানা জানাযা পড়েছেন?
উত্তর
না, গায়েবানা জানাযা জায়েয নেইৎঅবে রাসুল সা; গায়েবানা জানাযা পড়েছেনযে কথা হাদীসে বর্নিত হয়েছে সেটা কেবল নাজ্জাসির উপর ছিলো এবং এটা তার বৈশিষ্ট্য ছিল। অত এব বিচ্ছিন্ন এই ঘিটনার উপর ভিত্তি করে গায়েবানা জানাযার বৈধতা সঠিক নয়। কারন এই ঘটনা ছাড়া রাসুল সা; ও সাহাবারা কখনো গায়েবানা জানাযা পড়েন নি। অথচ অনেক সাহাবি মদিনার বাহিরে ইন্তেকাল করেছেন এবং তাদের দাফন ও হুজুরের অনুপস্থিতে মদিনার বাহিরে হয়েছিল।
দলিল;
আদ দুররুল মুখতার ২/২০৮,[সাইদ] বাদায়ে ২/৪৮, [দারুক কিতাব], আলমগিরি ১/১৬৪ আমিরিয়া, হাসিয়াতুত তাহতাবি পৃ; ৫৮২, ফেখুল হানাফি ১/৩৩৯, দারুল আহসানুল ফতোয়া ৪/২০০,
দলিল;
আদ দুররুল মুখতার ২/২০৮,[সাইদ] বাদায়ে ২/৪৮, [দারুক কিতাব], আলমগিরি ১/১৬৪ আমিরিয়া, হাসিয়াতুত তাহতাবি পৃ; ৫৮২, ফেখুল হানাফি ১/৩৩৯, দারুল আহসানুল ফতোয়া ৪/২০০,
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
গায়েবানা জানাযার বিধান
জানাজার নামাজের ইতিহাস
সর্বপ্রথম কার জানাজা হয়েছিল
জানাজা পড়ানোর নিয়ম
ভাষা শহীদদের উপলক্ষে কত তারিখে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়
জানাজার নামাজ কি ফরজ
জানাজার দুআ
জানাজা সম্পর্কে কোরআনের আয়াত