প্রশ্ন
গোসল ফরয হয়েছে এমন ব্যক্তি অসুস্থতার কারণে গোসল করতে অক্ষম কিন্তু অযু করতে সক্ষম এবং তার নিকট পর্যাপ্ত পানিও আছে। এ অবস্থায় শুধু তায়াম্মুম করবে নাকি অযুও করতে হবে।
উত্তর
প্রশ্নোক্ত ক্ষেত্রে ঐ ব্যক্তি গোসলের পরিবর্তে শুধু তায়াম্মুম করবে। অযু করবে না। কারণ এক্ষেত্রে তায়াম্মুমই অযু-গোসল উভয়টির জন্য যথেষ্ট হবে। তবে গোসলের জন্য তায়াম্মুম করার পর অযু ভঙ্গের কোনো কারণ পাওয়া গেলে তখন পবিত্রতার জন্য তাকে অযুই করতে হবে। তায়াম্মুম করলে হবে না।
-মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস ৭৮৭; আলমাবসূত, সারাখসী ১/১১৩; খুলাসাতুল ফাতাওয়া ১/৩৩; ফাতাওয়া তাতারখানিয়া ১/৩৯৪; রদ্দুল মুহতার ১/২৩২
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
ফরজ গোসল দেরিতে করা যাবে কিনা
ফরজ গোসলের পরিবর্তে তায়াম্মুম এর নিয়ম
ফরজ গোসলের বিকল্প
গোসল ফরজ অবস্থায় মারা গেলে
চুল না ভিজিয়ে ফরজ গোসল
ফরজ গোসল না করার শাস্তি
কতটুকু বীর্য বের হলে গোসল ফরজ হয়
কোন কোন কারণে গোসল ফরয হয়