প্রশ্ন
মুফতী সাহেব আমার প্রশ্ন হল, আমার কাছে হজ্বে যাওয়ার মতো টাকা আছে। কিন্তু আমার মেয়ে বিয়ের উপযুক্ত, তাকে এখন বিয়ে দেয়া প্রয়োজন। এ টাকা দিয়ে হজ্ব করলে বিয়ের খরচের জন্য টাকা থাকবে না। আর বিয়ে দিলে হজ্ব করা যাবে না। এখন এক্ষেত্রে আমার জন্য হজ্ব করা কি জরুরি? জানালে উপকৃত হব৷
উত্তর
হজ্ব ফরয হয়ে গেলে আগে হজ্ব আদায় করে নেয়া আবশ্যক ৷ অতএব প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার হজ্ব করা জরুরী৷ মেয়ের বিবাহ আল্লাহ তায়ালা ইনশাল্লাহ ব্যবস্থা করবেন৷
অবশ্য, হজ্বের টাকা জমা দেওয়া ও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার শেষ সময়ের আগেই যদি আপনার মেয়ে বিয়ে দিয়ে দেন আর বিয়েতে ঐ টাকা খরচ হয়ে যায় তবে আপনার উপর হজ্ব ফরয হবে না। কিন্তু হজ্বের প্রস্তুতি গ্রহণের শেষ সময় পর্যন্ত যদি ঐ টাকা খরচ না হয় তাহলে আপনার উপর হজ্ব করা ফরয। উক্ত ফরয হজ্ব আদায় করা অাবশ্যক ৷
-বাদায়েউস সানায়ে ২/৩০১; ফাতহুল কাদীর ২/৩২৩; ফাতাওয়া হিন্দিয়া ১/২১৭; ফাতাওয়া তাতারখানিয়া ৩/৪৭৩৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷
অবশ্য, হজ্বের টাকা জমা দেওয়া ও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার শেষ সময়ের আগেই যদি আপনার মেয়ে বিয়ে দিয়ে দেন আর বিয়েতে ঐ টাকা খরচ হয়ে যায় তবে আপনার উপর হজ্ব ফরয হবে না। কিন্তু হজ্বের প্রস্তুতি গ্রহণের শেষ সময় পর্যন্ত যদি ঐ টাকা খরচ না হয় তাহলে আপনার উপর হজ্ব করা ফরয। উক্ত ফরয হজ্ব আদায় করা অাবশ্যক ৷
-বাদায়েউস সানায়ে ২/৩০১; ফাতহুল কাদীর ২/৩২৩; ফাতাওয়া হিন্দিয়া ১/২১৭; ফাতাওয়া তাতারখানিয়া ৩/৪৭৩৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
হজে যাওয়ার নিয়ম
সন্তানের টাকায় হজ্জ
হজ্জ্বে আকবর