প্রশ্ন
আমার বড় ভাই দুবাই থাকে। ঘর নির্মাণের ৭/৮ লাখ টাকা পাঠিয়েছে। আমার বাবার একাউন্টে জমা আছে ৷কিন্তু এদিকে বাড়ি বন্টন করতে দেড়ি হওয়ায় ঘরের কাজ ধরতেও দেড়ি হচ্ছে । এখন জানার বিষয় এই টাকার যাকাত দিতে হবে কি না?
উত্তর
প্রশ্নে বর্ণিত সুরতে ব্যাংকে জমানো টাকাগুলো ঘর নির্মাণের জন্য হলেও এর উপর বছর অতিক্রান্ত হওয়ার পর তার যাকাত আদায় করতে হবে।
-আলবাহরুর রায়েক ২/২০৬; বাদায়েউস সানায়ে ২/৯২; রদ্দুল মুহতার ২/২৬২৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া ৷
-আলবাহরুর রায়েক ২/২০৬; বাদায়েউস সানায়ে ২/৯২; রদ্দুল মুহতার ২/২৬২৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া ৷
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
পাওনা টাকার উপর যাকাত
কোন কোন জিনিসের উপর যাকাত ফরজ
যাকাত আদায়ের পদ্ধতি
যাকাতের গুরুত্ব ও তাৎপর্য pdf
মাসায়েলে যাকাত pdf
হারাম টাকায় যাকাত
ঋণগ্রস্থ ব্যক্তির যাকাতের বিধান কি
যাকাত কাদের উপর ফরজ