প্রশ্ন
হুজুর আমি ঘুম থেকে উঠে কাপড়ে ভিজা ও হালকা শক্ত অনুভব করি । কিন্তু আমার স্বপ্নের কথা স্মরণ নেই এবং এটা কি বীর্য না অন্য কিছু তাও বুঝতে পারছি না। আমার প্রশ্ন হল,উল্লেখিত অবস্থায় কি আমার উপর গোসল করা ফরয? আর যদি স্বপ্নের কথা স্বরন থাকে কিন্তু কাপড়ে নাপাকির কোন চিহ্ন না পাওয়া যায় ৷ তাহলে গোসল করতে হবে কি না?
উত্তর
ঘুম থেকে উঠে কাপড়ে ভিজা পেলে কিংবা বীর্যের চিহ্ন পেলে স্বপ্নের কথা স্মরণ না হলেও গোসল করা ফরয। অতএব প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার জন্য গোসল করা ফরয। আর স্বপ্নের কথা স্বরন থাকলে নাপাকির কোন চিহ্ন না পাওয়া গেলে গোসল ফরয হবে না ৷
– সুনানে আবু দাউদ, হাদীস : ২৪০; বাদায়েউস সানায়ে ১/১৪৮-১৪৯; ফাতহুল কাদীর ১/৫৪; খুলাসাতুল ফাতাওয়া ১/১৩৷
মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়ি ৷
– সুনানে আবু দাউদ, হাদীস : ২৪০; বাদায়েউস সানায়ে ১/১৪৮-১৪৯; ফাতহুল কাদীর ১/৫৪; খুলাসাতুল ফাতাওয়া ১/১৩৷
মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়ি ৷
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন