“প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে জাগতিক ও ধর্মীয় শিক্ষার সমন্বিত প্রতিষ্ঠান গড়ে তোলা প্রয়োজন”
অাজ ২৩ ডিসেম্বর’১৭সকালে চট্টগ্রামের ফটিকছড়িতে দারুল হিকমাহ অাদর্শ মাদরাসা নামে প্রাথমিক স্তরের একটি নতুন শিক্ষা প্রতিষ্ঠানের যাত্রা শুরু হলো। অামি প্রধান অালোচক হিসেবে উপস্থিত ছিলাম। ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান জনাব ইসমাইল হোসেন ও থানার অফিসার ইনচার্জ জনাব জাকির হোসেন মাহমুদ যথাক্রমে প্রধান মেহমান ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন। এ মাদরাসার বৈশিষ্ট্য হলো অাধুনিক ও ধর্মীয় শিক্ষার সমন্বয়, অারবী- ইংরেজি ভাষার উপর গুরুত্ব এবং কিরঅাত, বক্তৃতা ও অাবৃত্তির উপর বিশেষ কোর্স।