প্রশ্ন
আমি রাস্তা দিয়ে হাটার সময় চড়ূই পাখির বিষ্ঠা আমার শরীরের উপর এসে পড়ে। ফলে পাঞ্জাবি নষ্ট হয়ে যায়। তখন আমি টিস্যু দিয়ে তা মুছে নামায আদায় করে নিই। তাই জানার বিষয় হল, চড়ূই পাখির বিষ্ঠা পাক নাকি নাপাক? এবং আমার ঐ নামায কি আদায় হয়েছে, না পুনরায় পড়তে হবে?
উত্তর
চড়ূই পাখির বিষ্ঠা পাক। তাই তা কাপড়ে লাগলে কাপড় নাপাক হয় না। অতএব প্রশ্নে বর্নিত সুরতে আপনার উক্ত পাঞ্জাবি নিয়ে নামায আদায় করা
সহীহ হয়েছে। পুনরায় পড়তে হবে না ৷ ফাতাওয়া খানিয়া ১/১০; আদ্দুররুল মুখতার ১/৩২০; ফাতাওয়া হিন্দিয়া ১/৪৬৷ মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া ৷
সহীহ হয়েছে। পুনরায় পড়তে হবে না ৷ ফাতাওয়া খানিয়া ১/১০; আদ্দুররুল মুখতার ১/৩২০; ফাতাওয়া হিন্দিয়া ১/৪৬৷ মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া ৷
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
কাকের বিষ্ঠা কি নাপাক
কবুতরের পায়খানা কি নাপাক
মুরগির পায়খানা কি নাপাক
নাজাসাত
নাজাসাত কত প্রকার
কতটুকু নাপাক মাফ
নাজাসাতে হাকিকি কাকে বলে
নাপাক কি