প্রশ্ন
আমাদের এলাকার এক লোক তার স্ত্রীকে তালাক দিয়ে দেয়। তালাকের পর তার আপন ভাতিজা উক্ত মহিলাকে বিয়ে করে ফেলে। এখন জানার বিষয় হল, চাচীকে ভাতিজার এ বিবাহ হয়েছে কি না?
উত্তর
চাচার তালাকপ্রাপ্তা স্ত্রী তথা চাচীকে বিবাহ করা জায়েজ আছে। তবে শর্ত হল ইদ্দত শেষ হবার পর বিবাহ করতে হবে। অতএব প্রশ্নোক্ত ক্ষেত্রে যদি ঐ ভাতিজা চাচীকে তার ইদ্দতের পর বিবাহ করে থাকে তাহলে বিবাহ সঠিক হয়েছে ৷
– সূরা নিসা: আয়াত ২৪; আহমাকামুল কুরআম লিল জাস্সাস ২/১৩৯ ৷
মুফতী মেরাজ তাহসীন মুফতী জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া ৷
– সূরা নিসা: আয়াত ২৪; আহমাকামুল কুরআম লিল জাস্সাস ২/১৩৯ ৷
মুফতী মেরাজ তাহসীন মুফতী জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া ৷
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন