প্রশ্ন
চার রাকাতবিশিষ্ট ফরয নামাযের শেষ দুই রাকাতে সূরা ফাতেহার পর কখনো কখনো আমি ভুলে সূরা মিলিয়ে ফেলি। একারণে নামাযের কোনো অসুবিধা হবে কি? আর এক্ষেত্রে সূরা মিলানোর কারণে কি সাহু সিজদা দিতে হবে? জানিয়ে বাধিত করবেন।
উত্তর
না, এক্ষেত্রে ভুলে সূরা মিলিয়ে ফেললে সাহু সিজদা দিতে হবে না। তবে ইচ্ছাকৃত এমনটি করবেন না। কারণ, ফরযের শেষ দুই রাকাতে সূরা মিলানো সুন্নাহ পরিপন্থি।
-রদ্দুল মুহতার ১/৪৫৯; আলজাওহারাতুন নাইয়েরাহ ১/৭১; আলমুহীতুল বুরহানী ২/৩১০
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
এ বিষয়ে আরো ফতোয়া:
ফরজ নামাজের শেষ দুই রাকাতে সুরা ফাতিহা পড়ার হুকুম কি
হানাফী মাযহাব মতে ফরজ সালাতের প্রথম দু রাকায়াতে সূরা ফাতিহা পাঠ করা কি
ফরজ নামাজের শেষ দুই রাকাতে সুরা মিলানো
ফরজ নামাজে সূরা ফাতিহা পড়ার নিয়ম
নামাজে কোন সূরার পর কোন সূরা পড়বেন
চার রাকাত সুন্নত নামাজের নিয়ম
চার রাকাত সুন্নত নামাজে সুরা পড়ার নিয়ম
দুই তিন ও চার রাকাত বিশিষ্ট সালাতের ধারাবাহিক নিয়ম