প্রশ্ন
চেয়ারে বসে টেবিলে সেজদা করে নামায পড়ার হুকুম কী জানতে চাই।
উত্তর
যে ব্যক্তি জমিনে বসে নামায আদায় করতে অক্ষম বা খুব কষ্ট হয় তার জন্য চেয়ারে বসে নামায আদায় করা জায়েয। সেক্ষেত্রে সে ইশারায় রুকু-সিজদা আদায় করবে। রুকুর তুলনায় সিজদার জন্য কিছু বেশি ঝুঁকবে। তবে সামনে টেবিল কিংবা অন্য কোনো উঁচু বস্তু রেখে তাতে সিজদা করবে না;বরং ইশারায় সিজদা করবে। উল্লেখ্য, যে মুসল্লী যমীনে বসতে সক্ষম নয় কিন্তু দাঁড়াতে সক্ষম তাকে নামায দাঁড়িয়ে আদায় করতে হবে। রুকু করতে সক্ষম হলে রুকুও স্বাভাবিক নিয়মেই করবে। তারপর চেয়ারে বসে বাকি আমলগুলো আদায় করবে।
-ইলাউস সুনান ৭/২০৩; ফাতাওয়া হিন্দিয়া ১/১৩৬; আননাহরুল ফাইক ১/৩৩৭; আলমুহীতুল বুরহানী ৩/৩৩
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
মহিলাদের চেয়ারে বসে নামাজ পড়ার নিয়ম
চেয়ারে বসে নামাজ পড়ার বিধান আল কাউসার
চেয়ারে বসে নামাজ পড়ার পদ্ধতি
চেয়ারে বসে নামাজ পড়ার দলিল
চেয়ারে বসে নামাজ পড়ার শরয়ী আহকাম pdf
নামাজ পড়ার টেবিল
বসে নামাজ পড়ার হাদিস