প্রশ্ন
জনৈক অসুস্থ মাযূর ব্যক্তি যিনি রোযা রাখতে পারেন না তিনি তার রোযার ফিদয়া পুরা রমযানেরটা এক সাথে রমযানের শুরুতেই আদায় করে দিতে পারবেন কি না?
উত্তর
হ্যাঁ, রমযানের শুরুতেই পুরা রমযানের ফিদইয়া একত্রে আদায় করে দিতে পারবে।
আলবাহরুর রায়েক ২/২৮৭; ফাতাওয়া হিন্দিয়া ১/২০৭; হাশিয়া তাহতাবী আলালমারাকী পৃ. ৩৭৬; হাশিয়া তাহতাবী আলাদ্দুর ১/৪৬৫; আদ্দুররুল মুখতার ২/৪২৭
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
অসুস্থ ব্যক্তির রোজার কাফফারা
রোজার ফিদিয়া আল কাউসার
সফর অবস্থায় নফল রোজার বিধান কি
অসুস্থ হলে রোজা
অসুস্থতার কারণে রোজা রাখতে না পারলে
সফরে রোজার বিধান
রোজার কাফফারা ২০২৩ কত টাকা
রোজা রাখার বিধান