প্রশ্ন
জনৈক ইমাম সাহেব ফজরের নামাযে সূরা কিয়ামার
ولو القى معاذيرة
এর স্থলে
ولو القى مأذيرة
পড়েছেন। অর্থাৎ আইনের স্থলে হামযা পড়েছে। জানিয়ে বাধিত করবেন যে, তার নামায কী হয়েছে?
উত্তর
উক্ত ভুলের কারণে অর্থের এমন বিকৃতি ঘটেনি, যার দ্বারা নামায নষ্ট হয়ে যায়। তাই তার নামায আদায় হয়ে গেছে।
-শরুহুল মুনইয়া ৪৭৬; ফাতাওয়া হিন্দিয়া ১/৮০; রদ্দুল মুহতার ১/৬৩৩
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
আযানের সুন্নত তরিকা
সহীহ ইকামত
আযান ভুল হলে করণীয়
কত বছর বয়সে আযান দিতে পারবে
আজান ও ইকামত
ইকামতের মাসআলা
আযান ও ইকামতের মধ্যবর্তী সময় কোনটি
ইকামত দেওয়া কি সুন্নত