প্রশ্ন
জনৈক ব্যক্তি তাহাজ্জুদের সময় আছে মনে করে তাহাজ্জুদের নিয়তে দুই রাকাত নামায শুরু করে। নামায শেষে সময় দেখলে বুঝতে পারে যে, তার নামায শুরু করার আগেই তাহাজ্জুদের সময় শেষ হয়ে গেছে। তার এই দুই রাকাত নামায তাহাজ্জুদ হবে, নাকি ফযরের সুন্নত হিসেবে গণ্য হবে? ফযরের সুন্নত কি নতুন করে পড়তে হবে?
উত্তর
প্রশ্নোক্ত অবস’ায় ঐ দুই রাকাত নামায ফযরের সুন্নত হিসেবে গণ্য হবে। নতুন করে সুন্নত পড়তে হবে না।
আলবাহরুর রায়েক ১/২৭৮; আসসিয়াআহ ২/১০২; আদ্দুররুল মুখতার ১/৪১৭; হাশিয়া তহতাবী আলাদ্দুর ১/১৯৪
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
তাহাজ্জুদ নামাজ কত রাকাত ও নিয়ত
তাহাজ্জুদ নামাজের সময় সূচি ২০২২
তাহাজ্জুদ নামাজের সময় সূচি ২০২৩
তাহাজ্জুদ নামাজের সময় ও নিয়ম
তাহাজ্জুদ নামাজের শেষ সময় কখন
তাহাজ্জুদ নামাজ নফল না সুন্নত
তাহাজ্জুদ নামাজের সময় আজকে
তাহাজ্জুদ নামাজের শেষ সময় আজ