প্রশ্ন
জনৈক রোযাদার ব্যক্তির রোযা অবস্থয় হঠাৎ অনিচ্ছায় অল্প পরিমাণ বমি মুখে চলে আসে। অতঃপর তা আবার ভিতরে চলে যায়। জানার বিষয় হল, উক্ত কারণে কি তার রোযা ভেঙ্গে গেছে?
উত্তর
না, ঐ ব্যক্তির রোযা নষ্ট হয়নি।
ফাতাওয়া হিন্দিয়া ১/২০৪; ফাতাওয়া তাতারখানিয়া ২/৩৬৩; ফাতহুল কাদীর ২/২৬০; ফাতাওয়া খানিয়া ১/২১১; আলমুহীতুল বুরহানী ৩/৩৪৬; বাদায়েউস সানায়ে ২/২৪৬; আদ্দুররুল মুখতার ২/৪১৪
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
মুখ ভরে বমি করলে রোজা
বমি করলে কি ওযু ভাঙ্গে
রোজা ভঙ্গের কারণ
অনিচ্ছাকৃত ভাবে মুখ ভরে বমি হলো এমনকি কিছু অংশ আবার গলার ভিতরে চলে গেল এ অবস্থায়
বমি করলে রোজা হয় কিনা
বমি হলে করণীয়
বীর্য বের হলে কি রোজা হবে
রক্ত বের হলে কি রোজা ভাঙ্গে