প্রশ্ন
জামাতের নামাযে মাঝে মাঝে প্রথম বৈঠকে আমি তাশাহহুদ শেষ করার আগেই ইমাম সাহেব তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যান। এ অবস্থায় আমি কী করব? তাশাহহুদ শেষ করব? নাকি তাশাহহুদ শেষ না করেই ইমামের সাথে দাঁড়িয়ে যাব?
উত্তর
ইমাম মুকতাদি সকলের জন্য তাশাহহুদ পড়া ওয়াজিব। তাই প্রথম বৈঠকে মুকতাদির তাশাহহুদ শেষ হওয়ার আগে ইমাম দাঁড়িয়ে গেলে মুকতাদি তাশাহহুদ শেষ করেই দাঁড়াবে। অবশ্য কখনো যদি মুকতাদি তাশাহহুদ শেষ না করে দাঁড়িয়ে যায় তবে তা নিয়মসম্মত না হলেও নামায হয়ে যাবে। কিন্তু মাকরূহ হবে।
-আলমুহীতুল বুরহানী ২/১৩১; ফাতাওয়া তাতারখানিয়া ২/১৯১; খুলাসাতুল ফাতাওয়া ১/১৫৯; রদ্দুল মুহতার ১/৪৯৬
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
জামাতে রাকাত ছুটে গেলে করনীয়
মাসবুকের মাগরিবের নামাজ
মাসবুকের নামাজের নিয়ম
ঈদের নামাজ এক রাকাত ছুটে গেলে
নামাজের ফরজ ছুটে গেলে
দ্বিতীয় রাকাতে বসতে ভুলে গেলে
মাসবুক কি সানা পড়বে
সালাতে এক বা দু রাকাত মাসবুক হলে