প্রশ্ন
আমি একজন সরকারী চাকুরীজীবী, আমি নৌ বাহিনীতে চাকরী করি৷ আমার প্রশ্ন হল, আমাদের মূল বেতনের কমপক্ষে ৬% বাধ্যতামূলক এবং সর্বোচ্চ ২০% টাকা ঐচ্ছিক কেটে রাখা সিস্টেম রয়েছে। চাকরী শেষ আমাদের উক্ত বেতনের সাথে সুদ সহ টাকাটা ফেরত দিবে৷ জানার বিষয় হল, জিপি ফান্ডের সরকার প্রদত্ত অংশ বা সুদ নেওয়া জায়েয কি না?
উত্তর
সরকারী প্রতিষ্ঠানে জিপি ফান্ডে বেতনের যতটুকু অংশ বাধ্যতামূলক কেটে রাখা হয় তার সাথে সরকার প্রদত্ত সুদ নামে যে অতিরিক্ত অংশ দেয়া হয় তা কর্মচারীর জন্য গ্রহন করা ও ব্যবহার করা জায়েয। কারণ সরকার এটাকে সুদ বললেও শরীয়তের দৃষ্টিতে তা সুদের অন্তর্ভুক্ত নয়।
তবে উক্ত জিপি ফান্ডে স্বেচ্ছায় কর্তন করানো জায়েয নেই। যদি কেউ স্বেচ্ছায় টাকা কর্তন করে তাহলে তার উপর প্রাপ্ত সুদের টাকা গরীবদেরকে সদকা করে দিতে হবে।
-আহকামুল কুরআন জাসসাস ১/৪৬৭; ইমদাদুল আহকাম ১/৪৭৯৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷
তবে উক্ত জিপি ফান্ডে স্বেচ্ছায় কর্তন করানো জায়েয নেই। যদি কেউ স্বেচ্ছায় টাকা কর্তন করে তাহলে তার উপর প্রাপ্ত সুদের টাকা গরীবদেরকে সদকা করে দিতে হবে।
-আহকামুল কুরআন জাসসাস ১/৪৬৭; ইমদাদুল আহকাম ১/৪৭৯৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন