প্রশ্ন
আমাদের মহল্লার মসজিদে ইতেকাফের জন্য কোনো লোক পাওয়া যাচ্ছে না। মহল্লাবসী মিলে একজনকে টাকার বিনিময়ে এতেকাফে বসানোর ইচ্ছা করেছেন৷ প্রশ্ন হচ্ছে, এভাবে টাকা দিয়ে ইতেকাফে বসানোর দ্বারা ইতেকাফের দায়িত্ব আদায় হবে কি না?
উত্তর
বিনিময় নিয়ে ইতেকাফ করা বা করানো সম্পুর্ন নাজায়েয। কারন ইতেকাফ একটি ইবাদত। আর ইবাদতের বিনিময় দেওয়া নেওয়া উভয়টি নাজায়েয। ঐ লোকের ইতেকাফের দ্বারা সুন্নতে মুয়াক্কাদা এর দায়িত্ব আদায় হবে না। মহল্লাবাসী গুনাহগার হবে ৷
-জামে তিরমিযী ১/৫১; বাদায়েউস সানায়ে ২/৪৪; খুলাসাতুল ফাতাওয়া ৩/১১৪; খানিয়া ২/৩২৫৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷
-জামে তিরমিযী ১/৫১; বাদায়েউস সানায়ে ২/৪৪; খুলাসাতুল ফাতাওয়া ৩/১১৪; খানিয়া ২/৩২৫৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
এতেকাফের বিধান
ইতিকাফ মাসিক আল কাউসার