প্রশ্ন
হুজুর আমরা ব্যবসায়িক মানুষ ৷ রমজানে ব্যবসায়ের বেচাকেনা একটু বেশি হয় ৷ তাই যদি তারাবীর নামায আট রাকাত বা দশ রাতাত পড়ি তাহলে কি তারাবীর নামায আদায় হবে?
উত্তর
তারাবীর নামায বিশ রাকাত পড়া সুন্নতে মুয়াক্কাদা ৷ এর চেয়ে কম পড়লে তারাবীর সুন্নত আদায় হবে না ৷ নফল হয়ে যাবে ৷ অতএব প্রশ্নে বর্নিস সুরতে আপনারা তারাবীর নামায আট/দশ রাকাত তারাবীহ এর নিয়তে পড়লে তা তারাবীহ হিসেবে গন্য হবে না ৷ নফল হয়ে যাবে ৷
-ফতওয়ায়ে শামী,২/৪৯৫; আল মুহীতুল বুরহানী ২/২৪৯; তাতারখানিয়া ১/৬৫৪; আল বাহরুর রায়েক ২/৬৬ ; ফতওয়ায়ে মাহমুদিয়া ১১/৩৩৫ ৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷
-ফতওয়ায়ে শামী,২/৪৯৫; আল মুহীতুল বুরহানী ২/২৪৯; তাতারখানিয়া ১/৬৫৪; আল বাহরুর রায়েক ২/৬৬ ; ফতওয়ায়ে মাহমুদিয়া ১১/৩৩৫ ৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
২০ রাকাত তারাবীর হাদীস সহীহ
২০ রাকাত তারাবীর দলিল
তারাবির নামাজ কত রাকাত দলিল সহ
তারাবির নামাজ ৮ রাকাতের দলিল
রাসুল সাঃ কত রাকাত তারাবীহ পড়তেন
২০ রাকাত তারাবীর হাদীস সহীহ pdf
৮ রাকাত তারাবীর হাদীস সহীহ
মক্কায় তারাবির নামাজ কত রাকাত