প্রশ্ন
আমার প্রশ্ন হলো, দাড়ি রাখার হুকুম কি? এক মুষ্ঠি পরিমান হলে নাকি দাড়ি কাটা যায়, এই এক মুষ্ঠির পরিমান কি? তা কি চার আঙ্গুল পরিমান নাকি আরো বেশি? উত্তর দিয়ে কৃতজ্ঞ করবেন।
উত্তর
এক মুষ্ঠি পরিমান দাড়ি রাখা ওয়াজিব ৷ কিন্তু মুষ্ঠি আর চার আঙ্গুল এক কথা নয়। হাতের মুষ্ঠি চার আঙ্গুলের চেয়ে লম্বা হয়। হাদীসে এক মুষ্ঠি দাড়ির অতিরিক্ত অংশ কাটার কথা আছে। তাই থুতনির নিচ থেকে দাড়ি মুঠ করে ধরার পর মুঠের নিচ পর্যন্ত এক মুষ্ঠি ৷ এই মুষ্ঠির নিচের দাড়ি কাটা জায়েয।
সহীহ বুখারী হাদীস : ৫৮৯২;উমদাতুল কারী ২২/৪৭; ফাতহুল বারীস১০/৩৬২ ; আদ্দুররুল মুখতার ৬/৪০৭; ফাতহুল মুলহিম ১/৪২১ ফাতাওয়া হিন্দিয়া ৫/৩৫৮; ৮/২০৪৷
মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া ৷
01756473393
সহীহ বুখারী হাদীস : ৫৮৯২;উমদাতুল কারী ২২/৪৭; ফাতহুল বারীস১০/৩৬২ ; আদ্দুররুল মুখতার ৬/৪০৭; ফাতহুল মুলহিম ১/৪২১ ফাতাওয়া হিন্দিয়া ৫/৩৫৮; ৮/২০৪৷
মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া ৷
01756473393
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
দাড়ি রাখা কি সুন্নত
মিশরে দাড়ি রাখা নিষেধ কেন
দাড়ি রাখা কি ফরজ
দাড়ি কাটার নিয়ম
দাড়ি রাখা কি সুন্নাত না ওয়াজিব
দাড়ি রাখার বয়স
দাড়ি কাটলে কি কি ক্ষতি হয়