প্রশ্ন
আমরা জানি দুনিয়াতে যার সঙ্গে যার বিবাহ হয়েছে মুমিন হলে আখেরাতেও সেই স্বামী-স্ত্রী বহাল থাকবে৷ তাহলে দুনিয়াতে যে মহিলার একাধিক বিবাহ হয়েছে। অর্থাৎ তালাকের পর বা স্বামী মারা যাওয়ার পর পুনরায় বিবাহ বসছে৷ জান্নাতের যাওয়ার পর উক্ত মহিলার স্বামী হবে কে?
উত্তর
দুনিয়াতে একাধিক স্বামী ওয়ালি মহিলার জান্নাতে স্বামী কে হবে এ নিয়ে দুটি মত রয়েছে৷ যথা-
১৷ মহিলার সর্বশেষ স্বামী যে হবে সেই হবে জান্নাতে তার স্বামী৷
হয়রত মুযযাবিয়া ইবনে আবু সুফিয়ান রাঃ যখন উম্মে দারদা কে স্বামি মারা যাওয়ার পর বিবাহের প্রস্তাব দিলেন, তিনি অস্বিকার করে বললেন আমি আবু দারদা থেকে শুনিছে, নবীজি সাঃ বলেছেন মহিলাদের দুনিয়ার সর্বশেষ স্বামী হবে তার আখেরাতে স্বামী ৷ অতএব তুমি যদি আখেরাতে আমাকে স্বামী হিসেবে পেতে চাও আর কারো কাছে বিয়ে বসবে না৷
২৷ মহিলাকে এখতিয়ার দেয়া হবে যে, তুমি যাকে
ইচ্ছা তাকেই স্বামী হিসেবে গ্রহণ করতে
পারো৷
উম্মে হাবীবা রাঃ থেকে বর্নিত তিনি নবীজি সাঃ কে জিজ্ঞেস করলে ইয়া রাসূলাল্লাহ আমাদের মাঝে মহিলার দুনিয়াতে একাধিক স্বামি রয়েছে৷ আখেরাতে তার স্বামী কে হবে? নবীজি সাঃ বললেন আখেরাতে তাকে ইচ্ছাধীকার দেয়া হবে যাকে ইচ্ছা তাকে স্বামী হিসেবে গ্রহন করতে পারবে৷
বুস্তানুল আরেফীন: ২৪৮; আত তাযকিরা ২/১৪৫; ফাতাওয়ায়ে মাহমুদিয়া ৩/৪৩০৷
মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া৷
01756473393
১৷ মহিলার সর্বশেষ স্বামী যে হবে সেই হবে জান্নাতে তার স্বামী৷
হয়রত মুযযাবিয়া ইবনে আবু সুফিয়ান রাঃ যখন উম্মে দারদা কে স্বামি মারা যাওয়ার পর বিবাহের প্রস্তাব দিলেন, তিনি অস্বিকার করে বললেন আমি আবু দারদা থেকে শুনিছে, নবীজি সাঃ বলেছেন মহিলাদের দুনিয়ার সর্বশেষ স্বামী হবে তার আখেরাতে স্বামী ৷ অতএব তুমি যদি আখেরাতে আমাকে স্বামী হিসেবে পেতে চাও আর কারো কাছে বিয়ে বসবে না৷
২৷ মহিলাকে এখতিয়ার দেয়া হবে যে, তুমি যাকে
ইচ্ছা তাকেই স্বামী হিসেবে গ্রহণ করতে
পারো৷
উম্মে হাবীবা রাঃ থেকে বর্নিত তিনি নবীজি সাঃ কে জিজ্ঞেস করলে ইয়া রাসূলাল্লাহ আমাদের মাঝে মহিলার দুনিয়াতে একাধিক স্বামি রয়েছে৷ আখেরাতে তার স্বামী কে হবে? নবীজি সাঃ বললেন আখেরাতে তাকে ইচ্ছাধীকার দেয়া হবে যাকে ইচ্ছা তাকে স্বামী হিসেবে গ্রহন করতে পারবে৷
বুস্তানুল আরেফীন: ২৪৮; আত তাযকিরা ২/১৪৫; ফাতাওয়ায়ে মাহমুদিয়া ৩/৪৩০৷
মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া৷
01756473393
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন