প্রশ্ন
হযরত! আমাদের এলাকায় দেখা যায় অনেকেই আমাদের নবীজী সাঃ এর নামে কুরবানী করেন ৷ জানার বিষয় হল, এটা কতটুকু শরীয়তসম্মত?
উত্তর
সামর্থ্যবান ব্যক্তির রাসূলুল্লাহ সাঃ এর নামে কুরবানী করা উত্তম। এটি বড় সৌভাগ্যের বিষয়ও। হাদীস শরীফে বর্নিত আছে, নবী কারীম সাঃ হযরত আলী রা.কে তাঁর পক্ষ থেকে কুরবানী করার ওসিয়্যত করেছিলেন। তাই তিনি প্রতি বছর নিজের কুরবানীর পাশাপাশি রাসূলুল্লাহ সাঃ এর পক্ষ থেকেও কুরবানী দিতেন।
-সুনানে আবু দাউদ ২/২৯, ইলাউস সুনান ১৭/২৬৮৷ উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷
-সুনানে আবু দাউদ ২/২৯, ইলাউস সুনান ১৭/২৬৮৷ উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন