প্রশ্ন
নাবালেগ ছেলের হাত পায়ে মেহেদি ব্যবহার করার হুকুম কি? জানালে উপকৃত হব।
উত্তর
পুরুষের হাত পায়ে মেহেদি লাগানো নাজায়েয। এমনিভাবে নাবালেগ ছেলের হাত পায়ে মেহেদি লাগানোও নিষেধ।
-খুলাসাতুল ফাতাওয়া ৪/৩৭৩; আলবাহরুর রায়েক ৮/১৮৩; রদ্দুল মুহতার ৬/৩৬২; ফাতাওয়া তাতারখানিয়া ১৮/১০৯
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
মেহেদি গাছ লাগানোর নিয়ম
মেহেদি নিয়ে হাদিস
মেয়েদের মেহেদি
গর্ভবতী অবস্থায় মেহেদী দেওয়া যাবে কিনা