প্রশ্ন
আমার তিন মেয়ে। সবাই এখনো ছোট ৷ একজনের বয়স ৭ ৷ আরেকজনের ৫ আরেকজনের ৩ ৷ তারা প্রত্যেককে আমি পাঁচ ভরি পরিমান স্বর্নের অলঙ্কার বানিয়ে দিয়েছি ৷ তবে তারা ছোট বিধায় সেগুলো আমার কাছেই থাকে ৷ জানার বিষয় হলো, তারা নাবালেগ হওয়ার কারনে এগুলো কি আমার মালিকানায় রয়ে গেছে? আমার কি এগুলোর
যাকাত আদায় করতে হবে?
যাকাত আদায় করতে হবে?
উত্তর
প্রশ্নে বর্নিত সুরতে অলঙ্কারগুলোর মালিক আপনার মেয়েরাই। কারন পিতা তার নাবালেগ সন্তানকে শুধু মৌখিকভাবে কোনো কিছু দিলেই সন্তান তার মালিক হয়ে যায়। এর জন্য নাবালেগদের হস্তগত করা জরুরী
নয়। অতএব আপনাকে এগুলোর যাকাত আদায় করতে হবে না। এবং মেয়েরাও যেহেতু এখনো নাবালেগ, তাই তাদের উপরও সেগুলোর যাকাত আদায় করা ফরয নয়। তবে তারা বালেগ হওয়ার পর প্রত্যেকজনের অলঙ্কারগুলো যদি অন্যান্য সম্পদের সাথে মিলে নেসাব পরিমাণ হয়, তাহলে মেয়েরা প্রত্যেকেই পৃথকভাবে এর যাকাত আদায় করবে।
-মুয়াত্তায়ে মালেক, হাদীস: ৩২২; ফাতওয়ায়ে খানিয়া ৩/২৭৯; আদ্দুররুল মুখতার ২/২৫৯; ফাতাওয়া হিন্দিয়া ১/১৭২৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া ৷
নয়। অতএব আপনাকে এগুলোর যাকাত আদায় করতে হবে না। এবং মেয়েরাও যেহেতু এখনো নাবালেগ, তাই তাদের উপরও সেগুলোর যাকাত আদায় করা ফরয নয়। তবে তারা বালেগ হওয়ার পর প্রত্যেকজনের অলঙ্কারগুলো যদি অন্যান্য সম্পদের সাথে মিলে নেসাব পরিমাণ হয়, তাহলে মেয়েরা প্রত্যেকেই পৃথকভাবে এর যাকাত আদায় করবে।
-মুয়াত্তায়ে মালেক, হাদীস: ৩২২; ফাতওয়ায়ে খানিয়া ৩/২৭৯; আদ্দুররুল মুখতার ২/২৫৯; ফাতাওয়া হিন্দিয়া ১/১৭২৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া ৷
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
নাবালকের যাকাতের হুকুম কী