প্রশ্ন
নামাযে সিজদা অবস্থায় উভয় হাত যমীনের উপর বিছিয়ে দিলে কি নামাযের কোনো ক্ষতি হয়?
উত্তর
পুরুষের জন্য সিজদা অবস্থায় উভয় বাহু যমীন থেকে পৃথক রাখা সুন্নত। বাহু যমীনে বিছিয়ে রাখা মাকরূহে তাহরীমী। হযরত আনাস রা. থেকে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ঠিকভাবে সিজদা কর। (সিজদায় গিয়ে) তোমাদের মধ্যে কেউ যেন তার উভয় বাহুকে বিছিয়ে না দেয় যেমন কুকুর বিছিয়ে দেয়। -সহীহ বুখারী, হাদীস ৮২২
তবে ওজরের কারণে এমনটি করলে নামাযের ক্ষতি হবে না।
-আলবাহরুর রায়েক ২/২৩; কিতাবুল হুজ্জাহ ১/১৭৯; বাদায়েউস সানায়ে ১/৫০৫; হাশিয়াতুত তহতাবী আলাল মারাকী ১৯২; রদ্দুল মুহতার ১/৬৪৪
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
কোরআনের সিজদা দেওয়ার নিয়ম
মহিলাদের সিজদা দেওয়ার নিয়ম
সিজদার সময় পা কিভাবে রাখবে
সিজদার সময় কয়টি অঙ্গ মাটিতে রাখা আবশ্যক
সিজদা দেওয়ার সঠিক নিয়ম
মহিলাদের নামাজের নিয়ম আল কাউসার