প্রশ্ন
নিজ বাসস্থান থেকে বের হয়ে কী পরিমাণ রাস্তা অতিক্রম করলে মুসাফির হয়?
উত্তর
সফরসম দূরত্ব (৭৮ কিলোমিটার বা তার বেশি) অতিক্রম করার উদ্দেশ্যে রওয়ানা হয়ে নিজ এলাকা, গ্রাম বা শহর অতিক্রম করার পর থেকে সফরের বিধান আরোপিত হবে।
-শরহুল মুনইয়াহ ৫৩৬; আলমুহীতুল বুরহানী ২/৩৮৭; আলবাহরুর রায়েক ২/১২৮; ফাতহুল কাদীর ২/৮; আদ্দুররুল মুখতার ২/১২১
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
মুসাফির অবস্থায় সালাত আদায়ের বিধান
কসর নামাজের মাসায়েল
মুসাফির কি ইমামতি করতে পারবে
কসর না করে পুরো নামায পড়লে কি হবে
সফরে জুমার নামাজের নিয়ম
কসর নামাজের নিয়ম আল কাউসার
চার রাকাত ফরজ নামাজের নিয়ম
Sofor er namaz