প্রশ্ন
নূরুল হক আমার প্রতিবেশী। সে যাকাত গ্রহণের উপযুক্ত। কিন্তু সে অত্যন্ত ভদ্র মানুষ। আমি তাকে যাকাতের টাকা দিলে সে লজ্জা পাবে। এখন যদি আমি তার বুঝমান ছেলেকে ঈদ-বখশিশ হিসেবে যাকাতের টাকা দেই তাহলে কি আমার যাকাত আদায় হবে?
উত্তর
নূরুল হক যেহেতু যাকাত গ্রহণের উপযুক্ত তাই তার নাবালেগ বুঝমান ছেলেকে যাকাতের নিয়তে ঈদ বখশিশ হিসেবে টাকা দিলেও তা দ্বারা যাকাত আদায় হয়ে যাবে।
-ফাতাওয়া বাযযাযিয়া ৪/৮৬; ফাতাওয়া হিন্দিয়া ১/১৯০; হাশিয়াতুত তহতাবী আলাদ্দুর ১/৪৩১; আদ্দুররুল মুখতার ২/৩৫৬
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
যাকাত কাকে দেওয়া যাবে না
যাকাতের টাকা মাদ্রাসায় দেয়া যাবে কি
যাদের যাকাত দেওয়া যাবে
যাকাত পাওয়ার যোগ্য
বর্তমানে কত টাকা থাকলে যাকাত ফরজ হয়
ভাইকে যাকাত দেওয়া যাবে
যাকাত আল কাউসার
জাকাতের হকদার কত শ্রেণির মানুষ