প্রশ্ন
পেশাব করতে গিয়ে চামড়ার মোজার উপর পেশাব লেগেছে। এখন তা ভিজা হাতে মুছে নিলে পবিত্র হয়ে যাবে কি?
উত্তর
না, ভিজা হাতে মুছে নিলে তা পবিত্র হবে না। পবিত্র করতে হলে মোজার উপর ভালোভাবে পানি গড়িয়ে দিতে হবে। তবেই তা পবিত্র হবে।
Ñফাতাওয়া খানিয়া ১/২৫; রদ্দুল মুহতার ১/৩১০, ৩৩৩; হালবাতুল মুজাল্লী ১/৫১১
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
মোজার উপর মাসেহ করার শর্ত কয়টি
মোজার উপর মাসেহ করার শর্ত কয়টি আলকাউসার
সুতার মোজার উপর মাসেহ
চামড়ার মোজা মাসেহ করার নিয়ম
কাপড়ের মোজার উপর মাসেহ করার বিধান
চামড়ার মোজা দাম
মোজার উপর মাসেহ করার হাদিস
মাসেহ করার পদ্ধতি