প্রশ্ন
প্রশ্ন : আমি প্রতিদিন বাদ আসর কুরআন মাজীদ তিলাওয়াত করি। জানার বিষয় হল, এ সময়ে সিজদার কোনো আয়াত তিলাওয়াত করা যাবে কি? শুনেছি, আসরের পর কোনো নফল নামায পড়া নিষেধ তাহলে সিজদা করাও কি নিষিদ্ধ হবে? দয়া করে বিস্তারিত জানালে উপকৃত হব।
উত্তর
হাঁ, আসরের পর সিজদার আয়াত তিলাওয়াত করা যাবে এবং সূর্য হলুদ বর্ণ হওয়ার আগ পর্যন্ত তিলাওয়াতে সিজদাও আদায় করা যাবে। কিন্তু সূর্য হলুদ হয়ে গেলে অস্ত যাওয়া পর্যন্ত সিজদা তিলাওয়াত আদায় করা যাবে না।
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
কোন কোন সময় কুরআন পড়া নিষেধ
কুরআনে ওয়াকফ করার নিয়ম
ওয়াকফের চিহ্ন
আয়াতের শেষে থামার নিয়ম
আসরের নামাজের পর পড়াশোনা করা যাবে কি
ওয়াকফ ইন কোরান
সাকতার নিয়ম কোন ধরনের