প্রশ্ন
ফরয নামাযের আগে ও পরে যে সুন্নত আছে তা আদায়ের সময় আমি যদি পেছনের কাযা নামায এবং এই ওয়াক্তের সুন্নত আদায়ের জন্য একসাথে নিয়ত করি তাহলে সুন্নত ও কাযা দুটোই আদায় হবে কি না?
উত্তর
একসাথে কাযা ও সুন্নতের নিয়তে নামায শুরু করলে শুধু কাযাই আদায় হবে। সুন্নত আদায় হবে না। তাই সুন্নতের সাথে কাযার নিয়ত করা যাবে না। সুন্নত পৃথকভাবে আদায় করতে হবে।
-আলবাহরুর রায়েক ১/২৮১; রদ্দুল মুহতার ২/১৮; ইমদাদুল ফাত্তাহ ৪৩৮; উমদাতুল ফিকহ ১/৩৯৬
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
মাগরিবের নামাজ ফরজ আগে না সুন্নত আগে
ফজরের ফরজ নামাজের পর সুন্নত পড়া যাবে কিনা
ফজর নামাজের সুন্নত আগে না পরে
ফজরের দুই রাকাত সুন্নত নামাজের নিয়ম
ইকামত শুরু হলে ফজরের সুন্নত আদায় করা যাবে কিনা
ফজরের সুন্নত নামাজের নিয়ম
ফজরের জামাত শুরু হলে সুন্নত পড়া যাবে কি
ফজরের সুন্নত কি কাযা করতে হবে