প্রশ্ন
বয়স্কা নারীদের সাথে পর্দার বিধান কি? যুবতীদের মতই নাকি কোনো পার্থক্য আছে? একজন বললেন বয়স্কাদের সাথে পর্দা করা জরুরী নয়৷ তার কথা কতটুকু সঠিক? এ বিষয়ে বিস্তারিত জানতে চাই৷ দয়া করে জানাবেন।
উত্তর
অতিশয় বৃদ্ধা নারী, যার শারীরীক গঠন ভেঙ্গে গেছে ও চেহারার আকর্ষন বাকি নেই৷ যাকে দেখলে পর পুরুষের কোনো আকর্ষণ সৃষ্টি হয় না, তার বয়স যতই হোক, এমন বুড়ি মহিলার ক্ষেত্রে শুধু চেহারার পর্দার ব্যাপারে শিথিলতা আছে। তবে উক্ত মহিলার জন্য পর পুরুষের সামনে চুল ইত্যাদি পরিপূর্ণ ঢেকে রাখতে হবে। শুধু চেহারা খোলা রাখতে পারবে। কেননা কুরআনে আল্লাহ তায়ালা ইরশাদ করেন, আর বয়স্কা বৃদ্ধা নারীগণ যাদের বিবাহের কোনো আশা নেই তারা যদি তাদের সৌন্দর্য প্রদর্শন না করে তাদের (অতিরিক্ত) বস্ত্র খুলে রাখে তাহলে তাদের জন্য কোনো দোষ নেই। তবে এ থেকে বিরত থাকাই তাদের জন্য উত্তম।
-সূরা নূর : ৬০
এছাড়া সবধরনের বেগানা নারীর সাথে পর্দা করা ফরয। যুবতী হোক বয়স্কা হোক৷ অবশ্য বয়স্কা মহিলাদের যদি শারীরিক গঠন ও চেহারার আকর্ষণ বাকি থাকে তাহলে তাদের সাথে পর পুরুষের পর্দা করা জরুরি।
-আহকামুল কুরআন, জাসসাস ৩/৩৩৪; তাফসীরে ইবনে কাসীর ৩/৪৮৬-৭; তাফসীরে কুরতুবী ১২/২০৩৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷
-সূরা নূর : ৬০
এছাড়া সবধরনের বেগানা নারীর সাথে পর্দা করা ফরয। যুবতী হোক বয়স্কা হোক৷ অবশ্য বয়স্কা মহিলাদের যদি শারীরিক গঠন ও চেহারার আকর্ষণ বাকি থাকে তাহলে তাদের সাথে পর পুরুষের পর্দা করা জরুরি।
-আহকামুল কুরআন, জাসসাস ৩/৩৩৪; তাফসীরে ইবনে কাসীর ৩/৪৮৬-৭; তাফসীরে কুরতুবী ১২/২০৩৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন