প্রশ্ন
বাড়িওয়ালা বাড়ি ভাড়া দেওয়ার সময় এক মাসের ভাড়া অগ্রিম নিতে পারবে কি না? যা ভাড়া-গ্রহিতা চলে যাওয়ার সময় শেষ মাসের ভাড়া হিসেবে কর্তিত হবে। আর এ টাকা বাড়িওয়ালা নিজের কাজেও ব্যয় করবে।
উত্তর
হাঁ, ভাড়াটিয়া সম্মত হলে এক দুই মাস বা আরো বেশি সময়ের অগ্রিম ভাড়া নেওয়া জায়েয। এবং অগ্রিম ভাড়া নেওয়া হলে তার মালিক বাড়িওয়ালা। তাই এ টাকা সে নিজ প্রয়োজনে ব্যবহার করতে পারবে।
-ফাতাওয়া হিন্দিয়া ৪/৪১৩; ফাতহুল কাদীর ৮/১৩; আদ্দুররুল মুখতার ৬/১০
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
বাড়ি ভাড়া আইন ২০২২
দোকান ভাড়া আইন বাংলাদেশ
ভাড়া চুক্তি আইন
বাড়ি ভাড়ার শর্ত
বাড়ি ভাড়া আইন ২০২১
বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন ১৯৯১
বাড়ি ভাড়া ছাড়ার নিয়ম