মুফতি দিদার শফিক: বিয়ের কথা পাকাপাকি হয়ে গেলে অনেক পরিবারই ছেলে মেয়ের মোবাইলে কথা বলাকে কিছু মনে করেন না। কোনো কোনো ক্ষেত্রে দুইজন দুইজনকে বোঝার অযুহাতে দেখা সাক্ষাতও করেন। এক্ষেত্রে শরিয়ত শিথিল বলে মনে করা হয়। আসলেই কি বিষয়টা সত্যি।
বিফকবিদগণ বলেন, বিয়ের দিন-তারিখ ধার্য হওয়ার পর বিয়ের আকদ সম্পন্ন না-হওয়া পর্যন্ত ছেলে-মেয়ে একে অপরের সাথে কথা বলা, দেখা-সাক্ষাৎ করা সম্পূর্ণ না-জায়েজ। বিয়ের আগ পর্যন্ত বিনা প্রয়োজনে ফোনালাপ থেকে বিরত থাকতে হবে।আর সমাজে প্রচলিত ‘পর্দা নষ্ট হয়’ এমন সাক্ষাতের কোন অবকাশ নেই।
(ফাতাওয়া তাতারখানিয়া ৪/৩; আদ্দুররুল মুখতার ৩/৯; কেফায়াতুল মুফতি:৬/৪৮৩ )