প্রশ্ন
মনে মনে তালাক দিলে কি তালাক হয়ে যাবে?
উত্তর
মুখে উচ্চারণ না করে শুধু মনে মনে তালাক দিলে তা কার্যকর হয় না। তালাক কার্যকর হওয়ার জন্য লিখা বা মুখে উচ্চারণ করা জরুরি।
সহীহ মুসলিম ১/৭৮; আদ্দুররুল মুখতার ৩/২৩০; বাদায়েউস সানায়ে ৩/১৫৭
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
না জেনে তালাক দিলে কি হয়
কি কি শব্দ বললে তালাক হয়
স্ত্রী তালাক দিলে কি তালাক হয়?
চলে যাও বললে কি তালাক হয়
সম্পর্ক শেষ বললে কি তালাক হয়
শুধু তালাক বললে কি তালাক হয়ে যায়
রাগের মাথায় তালাক দিলে কি তালাক হয়
কি কি কারণে তালাক হয়