প্রশ্ন
আমার খালা একজন আলেমা ৷ তার উপর হজ্ব ফরজ হয়েছে ৷ তিনি পর্দার প্রতি অনেক গুরুত্ব দেন ৷ পাসপোর্টের ছবির কথা শুনে তিনি অত্যান্ত মনক্ষুন্ন হন ৷ কারন ছবি অনেক পরপুরুষের নজরে পরবে ৷ তাই তিনি অত্যান্ত চিন্তত এবং তিনি নিজে হজ্বে না গিয়ে বদলি হজ্ব করানো ইচ্ছা পোষন করছেন ৷ তাই জানার বিষয় হলো, এসব বিবেচনায় খালার জন্য নিজে হজ্বে না গিয়ে বদলি হজ্ব করানোর সুযোগ আছে কিনা?মহিলাদের হজ্বর জন্য পাসপোর্টের ছবি তোলা বৈধ কিনা? জানিয়ে বাধিত করবেন ৷
উত্তর
একজন পর্দানশীন মুমিন নারীর জন্য তার চেহারা পরপুরুষের সম্মুখে প্রকাশ হওয়া এবং তার ছবি অন্যদের সামনে প্রদর্শিত হওয়া স্বভাবতই মনোক্ষুন্নের কারণ। তবে পর্দা যেমন আল্লাহ তাআলার বিধান তেমনি হজ্বও তাঁরই গুরুত্বপূর্ণ ফরয বিধান । সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে উক্ত মহিলার উপর যদি হজ্ব ফরয এবং নিজে হজ্ব করার মতো শারীরিক শক্তি-সামর্থ্য থাকে, তার নিজের হজ্ব নিজেকেই গিয়ে করতে হবে। পাসপোর্টের ছবি পরপুরুষ দেখবে-এই কারণে বদলি করানো জায়েয হবে না। এক্ষেত্রে বদলি করালে তার ফরয হজ্ব আদায় হবে না।
আর হজ্বের জন্য ছবি এবং ইমিগ্রেশনে চেক-আপ ইত্যাদি সব কিছুই হজ্বের ব্যবস্থাপনাগত বিষয়। হজ্ব কারি ব্যক্তির এসব বিষয়ে কিছুই করার থাকে না ৷ বরং সে আইনগতভাবেই এসব কাজ করতে বাধ্য। তাই এসব ক্ষেত্রে ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ের দায়ভার কর্তৃপক্ষের উপরই বর্তাবে। তার কোন গুনাহ হবে না ৷
-আদ্দুররুল মুখতার ২/৫৯৮; আল বাহরুর রায়েক ৩/৬০ ৷
মুফতী মেরাজ তাহসীন মুফতী: জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷
আর হজ্বের জন্য ছবি এবং ইমিগ্রেশনে চেক-আপ ইত্যাদি সব কিছুই হজ্বের ব্যবস্থাপনাগত বিষয়। হজ্ব কারি ব্যক্তির এসব বিষয়ে কিছুই করার থাকে না ৷ বরং সে আইনগতভাবেই এসব কাজ করতে বাধ্য। তাই এসব ক্ষেত্রে ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ের দায়ভার কর্তৃপক্ষের উপরই বর্তাবে। তার কোন গুনাহ হবে না ৷
-আদ্দুররুল মুখতার ২/৫৯৮; আল বাহরুর রায়েক ৩/৬০ ৷
মুফতী মেরাজ তাহসীন মুফতী: জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
হজ্জের প্রয়োজনীয় জিনিস
ইহরামের কাপড়ের দাম
হজের সর্বশেষ খবর ২০২৩
Hajj registration check
হজের খরচ ২০২৩
হজের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
হজ্জে যাওয়ার প্রস্তুতি