প্রশ্ন
আমাদের এলাকার এক মহিলার স্বামী মারা গেছে কয়েক বছর আগে। মহিলাটি এ বছর হজ্জ পালনের ইচ্ছা করেছে। অথচ তার মাহরাম বলতে এমন কেউ নেই, যে তাকে হজ্জ পালনের উদ্দেশ্যে সৌদি আরব নিয়ে যাবেন। তবে, এ বছর তার বোন আর বোনের স্বামী এ বছর হজ্জ পালনে যাবেন। এখন আমার জানার বিষয় হলো, মহিলাটি তার বোন আর বোনের স্বামীর সাথে কি হজ্জ পালন করতে যেতে পারবেন?
উত্তর
মহিলারা কোনো অবস্থাতেই মাহরাম পুরুষ ছাড়া হজ্জে যেতে পারবেন না। আর ভগ্নিপতি মাহরাম নয়। সুতরাং বোন সঙ্গে থাকলেও ভগ্নিপতির সঙ্গে হজে যাওয়া মহিলাদের জন্য জায়েজ নয়। সুতরাং উক্ত মহিলার নিজের মাহরাম সাথে থাকতে হবে৷ নিজ মাহরাম ব্যতিত হজ্জ পালনে যেতে পারবে না।
তবে এক ব্যক্তি কয়েকজনের মাহরাম হতে পারবে৷ যেমন একজন পিতা তার কয়েকজন মেয়েকে নিয়ে হজে যেতে পারে। মেয়েদের প্রত্যেকেরই যেহেতু পিতা মাহরাম । সুতরাং তাতে অসুবিধা নেই।
হাদীস শরীফে এসেছে, ইবনে আববাস রা. থেকে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
কোনো মহিলা তার মাহরাম ব্যতিরেকে সফর করবে না এবং কোনো পুরুষ মাহরাম ছাড়া কোনো মহিলার নিকট
যাবে না। অতপর এক ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসূল! আমি অমুক সৈন্যদলের সাথে জিহাদে যেতে চাই আর আমার স্ত্রী হজ্বে যেতে চায়। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,৷তুমিও তার সাথে হজ্বে
যাও।
সহীহ বুখারী ১/১৪৭, ১/২৫০; বাদায়েউস৷সানায়ে ২/২৯৯;৷আলমুহীতুল বুরহানী ৩/৩৯৪; আদ্দুররুল মুখতার ২/৪৬৪৷
মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া
01756473393
তবে এক ব্যক্তি কয়েকজনের মাহরাম হতে পারবে৷ যেমন একজন পিতা তার কয়েকজন মেয়েকে নিয়ে হজে যেতে পারে। মেয়েদের প্রত্যেকেরই যেহেতু পিতা মাহরাম । সুতরাং তাতে অসুবিধা নেই।
হাদীস শরীফে এসেছে, ইবনে আববাস রা. থেকে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
কোনো মহিলা তার মাহরাম ব্যতিরেকে সফর করবে না এবং কোনো পুরুষ মাহরাম ছাড়া কোনো মহিলার নিকট
যাবে না। অতপর এক ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসূল! আমি অমুক সৈন্যদলের সাথে জিহাদে যেতে চাই আর আমার স্ত্রী হজ্বে যেতে চায়। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,৷তুমিও তার সাথে হজ্বে
যাও।
সহীহ বুখারী ১/১৪৭, ১/২৫০; বাদায়েউস৷সানায়ে ২/২৯৯;৷আলমুহীতুল বুরহানী ৩/৩৯৪; আদ্দুররুল মুখতার ২/৪৬৪৷
মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া
01756473393
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন