প্রশ্ন
হায়েয অবস্থায় মহিলারা আযানের জবাব দিতে পারবে কি?
উত্তর
মহিলাদের জন্যও আযানের জবাব দেওয়া মুস্তাহাব। তাই হায়েয অবস্থায়ও মহিলারা আযানের জবাব দিবে। এ অবস্থায় আযানের জবাব দিতে কোনো অসুবিধা নেই।
-ফাতাওয়া সিরাজিয়া পৃ. ৮; ফাতাওয়া হিন্দিয়া ১/৩৮; আদ্দুররুল মুখতার ১/২৯৩৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন
01756473393
-ফাতাওয়া সিরাজিয়া পৃ. ৮; ফাতাওয়া হিন্দিয়া ১/৩৮; আদ্দুররুল মুখতার ১/২৯৩৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন
01756473393
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন\
হায়েজ অবস্থায় কুরআন পড়ার বিধান
হায়েজ অবস্থায় আমল
হায়েজ অবস্থায় সহবাসের হুকুম
খাওয়ার সময় আযানের জবাব
হায়েজ অবস্থায় নিষিদ্ধ কাজ
হায়েজ অবস্থা কি
আজানের সময় প্রস্রাব করা যাবে কি
আজানের উত্তর দেওয়া কি ওয়াজিব