প্রশ্ন
মাঝেমধ্যে আমি নামাযের কোনো রাকাতে একটি সিজদা করে অপর সিজদাটি করতে ভুলে যাই। এখন জানতে চাই, এমন হলে আমার কী করণীয়?
উত্তর
নামাযের কোনো রাকাত থেকে যদি একটি সিজদা ছুটে যায় তাহলে নামাযের মধ্যে যখনই স্মরণ হবেসিজদাটি আদায় করে নিবেন এবং নামায শেষে সাহু সিজদা করবেন।
-শরহুল মুনইয়াহ ২৯৭; কিতাবুল আছল ১/২০৬; খুলাসাতুল ফাতাওয়া ১/১৮১; বাদায়েউস সানায়ে ১/৪০১; রদ্দুল মুহতার ১/৪৬২
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
এক সিজদা দিলে কি নামাজ হবে
নামাজে রুকু করতে ভুলে গেলে
সাহু সিজদা দিতে ভুলে গেলে
নামাজে কিরাত ভুল হলে করণীয়
নামাজে সন্দেহ হলে
নামাজে তেলাওয়াতে সেজদা ভুলে গেলে
সাহু সিজদার সঠিক পদ্ধতি
নামাজে সূরা ভুল হলে করণীয়