প্রশ্ন
যদি কেউ নামাযে নিশ্চিতভাবে ভুল না হওয়া সত্ত্বেও ভুল হয়েছে ভেবে সাজদায়ে সাহু করে তাহলে তার নামাযে কোনো সমস্যা হবে কি? দয়া করে জানাবেন।
উত্তর
নামাযে ভুল হওয়ার সন্দেহ প্রবল হলেই কেবল সাহু সিজদা করার নিয়ম রয়েছে। নিছক সন্দেহের উপর সাহু সিজদা করা ঠিক নয়। অবশ্য ভুলের ধারণা প্রবল না হওয়া সত্ত্বেও কেউ সাহু সিজদা করলে তার নামায আদায় হয়ে যাবে, তবে মাকরূহ হবে।
-আদ্দুররুল মুখতার ১/৫৯৯; ইমদাদুল মুফতীন ৩১৭
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
সহীহ ইকামত
কত বছর বয়সে আযান দিতে পারবে
আযান ভুল হলে করণীয়
মহিলাদের মসজিদে নামাজ পড়ার বিধান আল কাউসার
মসজিদের দ্বিতীয় তলায় নামাজ পড়ার বিধান
ইকামত দেওয়ার নিয়ম
মাসআলা প্রশ্ন
আযান দেওয়া কি ফরজ