প্রশ্ন
যদি চার রাকাতবিশিষ্ট নামাযের জামাতে তিন রাকাত ইমামের পিছনে না পায় তাহলে অনেককে দেখা যায়, সালাম ফিরানোর পর এক রাকাত পড়ে বৈঠক করে। আবার অনেকে দুই রাকাত পড়ে বৈঠক করে এবং পরবর্তীতে বাকি নামায যথানিয়মে আদায় করে। এভাবে উভয় সুরতে নামায আদায়ের হুকুম কী? জানালে উপকৃত হব।
উত্তর
প্রশ্নোক্ত ক্ষেত্রে ছুটে যাওয়া নামাযের মধ্যে প্রথম রাকাত পড়ে বৈঠক করাই সহীহ। দুই রাকাত পড়ে বৈঠক করার ব্যপারে একটি মত থাকলেও প্রথম মতটিই অধিক গ্রহণযোগ্য। অবশ্য এক্ষেত্রে কেউ যদি দুই রাকাত পড়ে বৈঠক করে তাহলে দ্বিতীয় মত অনুসারে তার নামায আদায় হয়ে যাবে এবং সাহু সিজদাও ওয়াজিব হবে না।
-খুলাসাতুল ফাতাওয়া ১/১৬৫; আলবাহরুর রায়েক ১/৩৭৯; আলমাবসূত, সারাখসী ১/১৯০; রদ্দুল মুহতার ১/৫৯৬
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
দ্বিতীয় রাকাতে বসতে ভুলে গেলে
ঈদের নামাজ এক রাকাত ছুটে গেলে
মাসবুকের মাগরিবের নামাজ
নামাজের ফরজ ছুটে গেলে
ইমামের পিছনে ছানা পড়ার নিয়ম
চার রাকাতের পর ভুলে দাঁড়িয়ে গেলে
তৃতীয় রাকাতে বসে গেলে
লাহেক ব্যক্তির নামাজ