প্রশ্ন
রমযান মাসে অনেক সময় কোনো কোনো রোযাদারকে ভুলে পানাহার করতে দেখা যায়। পানাহারের সময় তাদেরকে বারণ করা বা না করা সম্পর্কে করণীয় কী জানিয়ে বাধিত করবেন।
উত্তর
রমযান মাসে কোনো সুস’ সবল লোককে ভুলে পানাহার করতে দেখলে তাকে রোযার কথা স্মরণ করিয়ে দিবে। তবে কোনো দুর্বল বা বৃদ্ধকে ভুলে পানাহার করতে দেখলে রোযার কথা স্মরণ না করানোই উত্তম।
আলবাহরুর রায়েক ২/২৭১; ফাতাওয়া তাতারখানিয়া ২/৩৮৪; ফাতহুল কাদীর ২/২৫৫; ফাতাওয়া খানিয়া ১/২০৪; তাবয়ীনুল হাকায়েক ১/৩২২; আদ্দুররুল মুখতার ২/৩৯৫
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
ভুলে পানি খেলে নফল রোজা ভাঙ্গে
ভুলে কিছু খেলে নফল রোজা ভাঙ্গে
নফল রোজা ভঙ্গের কারণ
কি কি কারণে রোজা ভেঙে যায়
ভুলে কিছু খেলে রোজা ভাঙ্গে
রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার
সেহরির সময় কখন শুরু হয়
রমজান মাসের খাবার