প্রশ্ন
রোযা অবস্থায় কেউ যদি চোখে ড্রপ ব্যবহার করে এবং মুখেও তিক্ততা অনুভব হয় তাহলে কি রোযা ভেঙ্গে যাবে?
উত্তর
না, রোযা অবস্থায় চোখে ড্রপ ব্যবহার করলে রোযা ভাঙ্গবে না। এমনকি এর তিক্ততা মুখে বা গলায় অনুভব হলেও রোযা ভাঙ্গবে না (মাসআলাটি সাধারণ কিয়াসের বহির্ভুত সরাসরি আসার দ্বারা প্রমাণিত)।
-ফাতাওয়া তাতারখানিয়া ৩/৩৭৯; বাদায়েউস সানায়ে ২/২৪৪
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
চোখে ড্রপ দিলে রোজা আল কাউসার
রোজা রেখে চোখে ড্রপ দেওয়া যাবে কিনা
রোজা অবস্থায় নাকের ড্রপ
রোজা রেখে নাকের ড্রপ ব্যবহার করা যাবে কি
রোজা রেখে ইনহেলার ব্যবহার করা যাবে
নাকে কোনো ওষুধ দিলে রোজার কী হবে?
রোজা অবস্থায় ইনজেকশন
রোজা রেখে নাকের স্প্রে ব্যবহার করা যাবে কি