প্রশ্ন
হযরত রোযা অবস্থায় নাক কানে ড্রপ ব্যবহারের হুকুম কি? আর কেউ যদি চোখে ড্রপ ব্যবহার করার ফলে মুখে তিক্ততা অনুভব হয় তাহলে কি রোযা ভেঙ্গে যাবে? জানালে উপকৃত হব ৷
উত্তর
রোযা অবস্থায় চোখে ড্রপ ব্যবহার করলে রোযা ভাঙ্গবে না। যদিও তিক্ততা মুখে বা গলায় অনুভব হয় ৷ আর চোখের এ বিষয়টি সাধারণ কিয়াস বহির্ভুত সরাসরি আসার দ্বারা প্রমাণিত ৷
আধুনিক ডাক্তারদের আধুনিক উন্নতমানের থিউরী অনুযায়ী কানের ভিতরে এমন কোনো রাস্তা নেই যা দিয়ে সরাসরি গলায় কোনো কিছু পৌছে ৷ অতএব কানে ড্রপ ব্যবহার করার কারণে রোযা ভাঙ্গবে না ৷ অবশ্য কানের পর্দা ফাটা থাকলে রোজা ভেঙ্গে যাবে ৷
আর নাকে ড্রপ ব্যবহার করলে যেহেতু সরাসরি গলায় পৌছে তাই রোযা অবস্থায় নাকে ড্রপ ব্যবহার করা যাবে না ৷ এতে রোযা ভেঙ্গে যাবে ৷
-ফাতাওয়া তাতারখানিয়া ৩/৩৭৯; বাদায়েউস সানায়ে ২/২৪৪; আল ইসলাম ওয়াত্তীব্বুল হাদীস, পৃ: ৩২২৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷
আধুনিক ডাক্তারদের আধুনিক উন্নতমানের থিউরী অনুযায়ী কানের ভিতরে এমন কোনো রাস্তা নেই যা দিয়ে সরাসরি গলায় কোনো কিছু পৌছে ৷ অতএব কানে ড্রপ ব্যবহার করার কারণে রোযা ভাঙ্গবে না ৷ অবশ্য কানের পর্দা ফাটা থাকলে রোজা ভেঙ্গে যাবে ৷
আর নাকে ড্রপ ব্যবহার করলে যেহেতু সরাসরি গলায় পৌছে তাই রোযা অবস্থায় নাকে ড্রপ ব্যবহার করা যাবে না ৷ এতে রোযা ভেঙ্গে যাবে ৷
-ফাতাওয়া তাতারখানিয়া ৩/৩৭৯; বাদায়েউস সানায়ে ২/২৪৪; আল ইসলাম ওয়াত্তীব্বুল হাদীস, পৃ: ৩২২৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
চোখে ড্রপ দিলে রোজা আল কাউসার
রোজা রাখা অবস্থায় চোখে ড্রপ
চোখে ওষুধ দিলে রোজা ভাঙবে
রোজা রেখে ইনহেলার ব্যবহার করা যাবে
রোজা রেখে নাকের স্প্রে ব্যবহার করা যাবে কি
রোজা অবস্থায় ইনজেকশন
নাকের ড্রপ চোখে দিলে কি হয়
রোজা রেখে কান চুলকানো যাবে