প্রশ্ন
হযরত একটি প্রশ্ন! বর্তমানে রমযান আসলে দেখা যায়, যাকাতের শাড়ী লুঙ্গি ইত্যাদি বিতরন করা হয় ৷ আমরা জানি যাকাত মু্ল্য হিসাব করে নগদ টাকা দ্বারা আদায় করতে হয় ৷ তাই জানতে চাই, নগদ টাকা ছাড়া শাড়ী, লুঙ্গী বা অন্য কোনো পন্য দ্বারা যাকাত আদায় করলে কি যাকাত আদায় হবে? দলিল সহ জানালে উপকৃত হবো৷
উত্তর
যাকাত গ্রহণের যোগ্য ব্যক্তিকে নগদ টাকা প্রদান করলে যেভাবে যাকাত আদায় হয় তেমনিভাবে যাকাতের নিয়তে অন্য কোনো পণ্য কিনে দিলেও যাকাত আদায় হয়ে যায়। অতএব শাড়ী, লুঙ্গী বা অন্য কোনো পন্য দ্বারা যাকাত আদায় করলে তা আদায় হয়ে যাবে ৷ তবে কোনো পণ্য দ্বারা যাকাত আদায় করার চেয়ে নগদ টাকা দ্বারা আদায় করাই উত্তম। কারণ এতে দরিদ্র ব্যক্তি যেকোনো প্রয়োজন পুরন করতে সক্ষম হয়৷
-বাদায়েউস সানায়ে ২/১৪৬; আলবাহরুর রায়েক ২/২০১; ফাতহুল কাদীর ২/১৪৪; রদ্দুল মুহতার ২/২৫৭৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷
-বাদায়েউস সানায়ে ২/১৪৬; আলবাহরুর রায়েক ২/২০১; ফাতহুল কাদীর ২/১৪৪; রদ্দুল মুহতার ২/২৫৭৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
কাপড় দিয়ে যাকাত
যাকাতের শাড়ি