প্রশ্ন
শাবান মাসের ২৯ তারিখ অথবা মাস যদি ৩০ শে হয় তাহলে ৩০ তারিখে রোযা রাখতে কোন সমস্যা আছে কী?
উত্তর
হাদীস শরীফে এসেছেÑ আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যেন রমযান মাসে একদিন বা দুই দিন পূর্ব তেকে রোযা না রাখে। তবে কারো যদি আগে থেকে কোন নির্দিষ্ট দিন রোযা রাখার অভ্যাস থাকে এবং (ঘটনাক্রমে) সে দিনটি ২৯ বা ৩০ শে শাবান হয় তাহলে সে ঐ দিন রোযা রাখতে পারবে। (সহীহ বুখারী, হাদীস:১৯১৪, জামে তিরমিযী, হাদীস: ৬৮৪)
সুতরাং বিশেষভাবে শুধু ২৯ বা ৩০ শে শাবান রোযা রাখা মাকরুহ। তবে যে ব্যক্তি পূর্ব থেকে কোন নির্দিষ্ট দিন রোযা রেখে আসছে ঘটনাক্রমে তার ঐ দিন যদি ২৯ ও ৩০ শে শাবান হয় তাহলে তার জন্য এ দিন রোযা রাখতে কোন অসুবিধা নেই।
-হাশিয়াতুত তহতাবী আলাদ্দুর ১/৪৪৪, এলাউস সুনান ৯/১২৪-১২৭
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
শাবানের রোজা কত তারিখ ২০২৩
শাবান মাসের ঘটনা
শাবান মাসের করণীয় ও বর্জনীয়
শাবান মাসের ফজিলত সম্পর্কে হাদিস
শাবান মাসের দোয়া
শাবান মাসের রোজা কয়টি
শাবান মাসের ফজিলত আল কাউসার
শাবান মাসের আমল