প্রশ্ন
হুজুর আমার বাচ্চার এক বছর দশ মাস হয়েছে ৷ সে এখনো বুকের দুধের উপরই নির্ভরশীল। এখনো অন্যান্য খাবারে অভ্যস্ত নয় ৷ অন্য খাবার মুখেই নিতে চায় না। প্রশ্ন হল, সর্বোচ্চ কতদিন তাকে বুকের দুধ খাওয়ানো যাবে? সময়সীমা পাড় হয়ে গেলে করনীয় কি? জানিয়ে বাধিত করবেন ৷
উত্তর
শিশুকে মায়ের বুকের দুধ পান করানোর সময়সীমা হল, জন্ম থেকে চন্দ্র মাস হিসাবে দু’বছর। এরপর
শিশুকে বুকের দুধ পান করানো জায়েয নয়। তাই আপনার বাচ্চাকেও দু’ বছর পর্যন্ত বুকের দুধ পান করানো যাবে ৷ এবং এর ভিতরে অন্যান্য খাবারে অভ্যস্ত করতে হবে ৷ যথাসাধ্য চেষ্টা করার পরও যদি দুই বছরে অন্যান্য খাবারে অভ্যস্ত না হয় ৷ তাহলে সর্বোচ্চআড়াই বছর পর্যন্ত বোকের দুধ পান করানো যাবে ৷ এরপর আর কোন ভাবেই বোকের দুধ পান করানো জায়েয হবে না ৷
-সহীহ বুখারী ২/৭৬৪; ফাতাওয়া খানিয়া ১/৪১৭; ফাতাওয়া হিন্দিয়া ১/৩৪৩; আদ্দুররুল মুখতার ৩/২০৯৷
মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া ৷
শিশুকে বুকের দুধ পান করানো জায়েয নয়। তাই আপনার বাচ্চাকেও দু’ বছর পর্যন্ত বুকের দুধ পান করানো যাবে ৷ এবং এর ভিতরে অন্যান্য খাবারে অভ্যস্ত করতে হবে ৷ যথাসাধ্য চেষ্টা করার পরও যদি দুই বছরে অন্যান্য খাবারে অভ্যস্ত না হয় ৷ তাহলে সর্বোচ্চআড়াই বছর পর্যন্ত বোকের দুধ পান করানো যাবে ৷ এরপর আর কোন ভাবেই বোকের দুধ পান করানো জায়েয হবে না ৷
-সহীহ বুখারী ২/৭৬৪; ফাতাওয়া খানিয়া ১/৪১৭; ফাতাওয়া হিন্দিয়া ১/৩৪৩; আদ্দুররুল মুখতার ৩/২০৯৷
মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া ৷
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
নবজাতকের গলায় দুধ আটকে গেলে
বাচ্চাদের বুকের দুধ ছাড়ানোর উপায়
বুকে কতদিন দুধ থাকে
শিশুকে বুকের দুধ খাওয়ানোর সময় মা যা খাবেন না
শিশুকে মায়ের দুধ পানে ইসলামের বিধান
ইসলামে বাচ্চাদের কত বছর পর্যন্ত বুকের দুধ খাওয়ানো যায়
বুকের দুধ শুকিয়ে যায় কেন
বাচ্চা বুকের দুধ খেতে চায় না কেন