প্রশ্ন
শুনেছি যে, আকীকায় মাদা বকরি যবাই করতে হয়। কেউ যদি মাদা বকরির পরিবর্তে নর ছাগল যবাই করে তাহলে কি কোনো সমস্যা হবে?
উত্তর
মাদা বকরি বা নর ছাগল যে কোনোটি দ্বারা আকীকা করা যায়। মাদা বকরি দিয়েই আকীকা করতে হয়-এ কথা ভিত্তিহীন।
-জামে তিরমিযী ১/১৮২-১৮৩; সুনানে নাসায়ী ২/১৬৭; মুয়াত্তা ইমাম মালেক ১৮৬; মুসান্নাফ ইবনে আবী শাইবা ১২/৩২২
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
বকরি দিয়ে আকিকা
আকিকার পশু কয়টি
আকিকার পশুর শর্ত
আকিকার টাকা কে দিবে
আকিকার মাসআলা আল কাউসার
আকিকার পশু নির্বাচন
জন্মের কতদিন পর আকিকা দিতে হয়