প্রশ্ন
হুজুর সদাকাতুল ফিতর সম্পর্কে কিছু জানার ছিল৷
১৷ কার উপর কি পরিমান মাল থাকলে সদাকাতুল ফিতর ওয়াজিব?
২৷ সদাকাতুল ফিতর আদায়ের সময় কখন? রমযানে আদায় করলে হবে কি না?
৩৷ কি ধরনের মাল থাকলে সদাকাতুল ফিতর ওয়াজিব হয়? যাকাতের মত নির্দিষ্ট মাল নাকি যেকোনো মাল নেসাব পরিমান থাকলেই সদাকাতুল ফিতর আবশ্যক?
বিস্তারিত জানালে উপকৃত হবো৷
১৷ কার উপর কি পরিমান মাল থাকলে সদাকাতুল ফিতর ওয়াজিব?
২৷ সদাকাতুল ফিতর আদায়ের সময় কখন? রমযানে আদায় করলে হবে কি না?
৩৷ কি ধরনের মাল থাকলে সদাকাতুল ফিতর ওয়াজিব হয়? যাকাতের মত নির্দিষ্ট মাল নাকি যেকোনো মাল নেসাব পরিমান থাকলেই সদাকাতুল ফিতর আবশ্যক?
বিস্তারিত জানালে উপকৃত হবো৷
উত্তর
ঈদুল ফিতরের দিন সুবহে সাদিকের পর প্রয়োজন অতিরিক্ত যেকোনো ধরনের মালের মালিক হলে, এবং তা সাড়ে বায়ান্ন তোলা রুপার সমমুল্যের হলে ব্যক্তির উপর সদাকাতুল ফিতর ওয়াজিব ৷ সদাকাকুল ফিতর আবশ্যক হওয়ার জন্য যাকাতের মত নির্দিষ্ট মাল থাকা জরুরী নয় ৷ কারো যদি প্রয়োজন অতিরিক্ত ঘর, বাড়ি, জমি, ফ্রীজ, খাট এমন কি পরিধানের জামাও থাকে আর তার মু্ল্য সাড়ে বায়ান্ন তোলা রুপার সমমুল্যের হয় ৷ তাহলে তার উপর সদাকাতুল ফিতর ওয়াজিব হবে ৷ যদিও সদাকাতুল ফিতর ঈদুল ফিতরের দিন ওয়াজিব হয় তথাপিও রমযানে আদায় করলে তা আদায় হয়ে যাবে ৷
-হেদায়া, ১/১৮৫; রদ্দুল মুহতার,৩/৯৯; নুরুল ইযাহ,৯১; ফতওয়ায়ে দারুল উলুম,৬/৩৩৬৷
উত্তর প্রদানে মুফতীঃ মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷
-হেদায়া, ১/১৮৫; রদ্দুল মুহতার,৩/৯৯; নুরুল ইযাহ,৯১; ফতওয়ায়ে দারুল উলুম,৬/৩৩৬৷
উত্তর প্রদানে মুফতীঃ মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
সদকাতুল ফিতর কখন ওয়াজিব হয়
সদকাতুল ফিতরের পরিমাণ ২০২৩
সদকাতুল ফিতর কার উপর ওয়াজিব
ফিতরা কত টাকা ২০২৩
সদকাতুল ফিতর সম্পর্কে আলোচনা
সাদাকাতুল ফিতর আদায় করা কি ওয়াজিব
ফিতরা কার উপর ওয়াজিব
সাদাকাতুল ফিতর আদায় করা হয় কেন ব্যাখ্যা কর