প্রশ্ন
আমার ব্যাংকে ফিক্স ডিপজিট খোলা আছে ৷ সেখান থেকে অনেক টাকা সুদ এসেছে ৷ আমি কি উক্ত টাকা দ্বারা সরকারি ট্যাক্স অথবা বিভিন্ন জায়গায় যে ঘুষ দিতে হয়, তা দিতে পারবো? জানালে খুশি হবো৷
উত্তর
সুদের টাকা দ্বারা ট্যাক্স দেওয়া বা কাউকে ঘুষ দেওয়া জায়েয হবে না। ঐ টাকা গরীবদেরকেই সদকা করে দিতে হবে। কারণ ঐ টাকা দিয়ে ট্যাক্স বা ঘুষ দিলে তা নিজ প্রয়োজনে ব্যবহার হয়।
বলা বাহুল্য যে, ঘুষ দেওয়া-নেওয়া উভয়টি হারাম ও অভিশপ্ত কাজ৷ তাই তা থেকে বিরত থাকা অপরিহার্য ৷
-আহকামুল কুরআন জাসসাস ১/৪৬৭; ইমদাদুল আহকাম ১/৪৭৯৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷
বলা বাহুল্য যে, ঘুষ দেওয়া-নেওয়া উভয়টি হারাম ও অভিশপ্ত কাজ৷ তাই তা থেকে বিরত থাকা অপরিহার্য ৷
-আহকামুল কুরআন জাসসাস ১/৪৬৭; ইমদাদুল আহকাম ১/৪৭৯৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন