প্রশ্ন
জৈনক ব্যক্তি তার স্ত্রীর সঙ্গে মোবাইলে কথা বলার এক পর্যায়ে ঝগড়া হয় ৷ আর সেই ঝগড়ার মাঝে স্ত্রীকে ভয় দেখানোর জন্য বলে ফেলে তোমার সাথে আমার সবধরনের সম্পর্ক শেষ ৷ একথা বলে তালাকের কোন ইচ্ছা ছিল না ৷ শুধু ভয় দেখানোই উদ্দেশ্য ছিল ৷ এখন জানার বিষয় হলো উক্ত ব্যক্তির স্ত্রীর উপর তালাক পতিত হয়েছে কি না? জানালে কৃতার্থ হবো ৷
উত্তর
“তোমার সাথে আমার সবধরনের সম্পর্ক শেষ” এটি কেনায়া শব্দ ৷ এধরনের বাক্য স্ত্রীকে সম্ভোধন করে বলার সময় তালাকের নিয়ত থাকলে এক তালাকে বায়েন পতিত হয় ৷ আর তালাকের নিয়ত না থাকলে তালাক পতিত হয় না ৷ অতএব প্রশ্নে বর্নিত সুরতে যেহেতু উক্ত ব্যক্তি এ বাক্য তালাকের উদ্দেশ্যে বলে নি ৷ শুধু ভয় দেখানোর জন্য বলেছে ৷ তাই তালাক পতিত হয়নি ৷ এবং স্বামী-স্ত্রীর সম্পর্ক বহাল রয়েছে ৷
-ফাতাওয়ায়ে হিন্দিয়া, ১/৩৭৫; কাজীখান ১/৪৬৮; বায্যাযিয়া, ৪/১৯৬ ৷
মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷
-ফাতাওয়ায়ে হিন্দিয়া, ১/৩৭৫; কাজীখান ১/৪৬৮; বায্যাযিয়া, ৪/১৯৬ ৷
মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
চলে যাও বললে কি তালাক হয়
তুমি মুক্ত বললে কি তালাক হয়
কেনায়া তালাকের বিধান
কি কি শব্দ বললে তালাক হয়
কি কি কারণে তালাক হয়
হায়েজ অবস্থায় তালাক
তালাক এর মাসালা
মুক্তি দিয়ে দিলাম বললে কি তালাক হয়